হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৪ আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুতের ঘটনায় সিলেট রুটের চারটি আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ফলে যাত্রীরা গন্তব্য পৌঁছাতে না পেরে সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা, ঢাকাগামী পারাবত এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা ও ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস।
আজ রোববার রাত ৮টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মুশফিক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনের যাত্রা বাতিলের লিখিত নোটিশ না পেলেও মৌখিকভাবে জানানো হয়েছে।
মুশফিক হোসেন আরো জানান, যে সব যাত্রী শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম ও ঢাকায় যাওয়ার জন্য অগ্রিম টিকেট সংগ্রহ করেছিলেন তারা সংশ্লিষ্ট কাউন্টারে টিকেট ফেরত দিয়ে টাকা বুঝে নিয়েছেন।
এর আগে আজ দুপুর ১২টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি দুর্ঘটনার শিকার হয়। এতে দুই বগি উল্টে যায় এবং দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
এদিকে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলে তেলবাহী ট্রেনটির বগি উদ্ধার কাজ শেষ হলে মধ্যরাতে বিকল্প লাইনে ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে। তবে নষ্ট হওয়া রেললাইন মেরামত করতে দুই তিন দিন সময় লেগে যাবে।