হবিগঞ্জে বজ্রপাতে দুই নারীর মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধানের খলায় কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে পৃথক স্থানে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন উপজেলার বলাকিপুর গ্রামের অর্জুন রবিদাসের মেয়ে করমতী রবিদাস (১৬) ও হাসানপুর গ্রামের জ্যোতিষ সরকারের স্ত্রী লক্ষ্মী রাণী সরকার (৪১)।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, আজ সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বোরো ধানের খলায় কাজ করছিলেন করমতী ও লক্ষ্মী রাণী। এক পর্যায়ে বজ্রপাত ঘটলে দুজনই ঘটনাস্থলে নিহত হন।
ইউএনও বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।’