হবিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নারীসহ নিহত ৮
হবিগঞ্জের নবীগঞ্জের কান্দিগাঁওয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস দুর্ঘটনায় নারীসহ আটজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজারে যাওয়ার পথে আজ শুক্রবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই আটজন মারা যান। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে ও থানা পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে আট যাত্রী মারা যান। অন্যদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান ওসি।
ওসি আজিজুর রহমান জানান, হতাহতদের বাড়ি নারায়ণগঞ্জ। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।