হবিগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামে মাদ্রাসাছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে শাহেদুল ইসলাম তারেক নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বানিয়াচং উপজেলার হিয়ালা বাজারে অভিযান চালিয়ে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিক এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চানপুর খানকা শরীফে স্থাপিত মাদ্রাসায় ২০ জন শিশু শিক্ষার্থী লেখাপড়া করছে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে সেখানে গিয়ে লেখাপড়া করে। গতকাল সোমবার দুপুরে ওই মাদ্রাসার শিক্ষক শাহেদুল ইসলাম এক ছাত্রকে প্রলোভন দেখিয়ে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। পরে ওই ছাত্র কান্নাকাটি করে মোবাইল ফোনে তার মা-বাবাকে ঘটনাটি জানায়।
এরপর ওই ছাত্রের মা-বাবা মোবাইল ফোনে ঘটনাটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তাহেরসহ অন্যদের জানান। পরে ইউপি সদস্য আবু তাহের এ ঘটনা হবিগঞ্জ সদর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করতে চানপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশের অভিযান আঁচ করতে পেরে শাহেদুল কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সোর্সের মাধ্যমে শাহেদুলের অবস্থান নিশ্চিত হয়ে রাত সাড়ে ১২টার দিকে বানিয়াচং উপজেলার হিয়ালা বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
এদিকে, ওই মাদ্রাসাছাত্রকে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।