হবিগঞ্জে হাঁসে ধান নষ্ট করা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক
হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাঁসে ধানের জমি নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে সাত গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৮ পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার অলুয়া বনাম ভেড়াখাল চানপুর গ্রামবাসীর পক্ষে ও বিপক্ষে সাত গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ জানায়, অলুয়া গ্রামের মর্তুজ আলীর ধানের জমিতে একদল হাঁস গিয়ে ফসল নষ্ট করে। হাঁসের মালিক ভেড়াখাল গ্রামের আমান উল্লাহ হাঁস নিতে এলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে অলুয়া, সেনারকান্দি, নোয়াগাঁও বনাম আলাপুর, ইজ্জতপুর, বাদে অলুয়া, ভেড়াখাল গ্রামের লোকজনের মধ্য। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হন।
সংঘর্ষ থামাতে গিয়ে বাহুবল থানার পরিদর্শক আলমগীর কবিরসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় এসআই শহীদুল ইসলামকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে থানার ওসি, পরিদর্শক একদল দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ কাঁদানো গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কী পরিমাণ গুলি ছোঁড়া হয়েছে তাঁর হিসাব মিলাতে একটু সময় লাগবে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ এড়াতে ২০ থেকে ২২ জনের মতো দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।’
সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।