হিলি সীমান্তে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সীমান্ত চেকপোস্টের শূন্য রেখায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান ভারতের বিএসএফের ক্যাম্পের এএসআই বালকিশানের হাতে মিষ্টির পাঁচটি প্যাকেট তুলে দেন।
এ সময় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁরা নিজ নিজ দেশের পক্ষে থেকে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার মোকলেছুর রহমান জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ তাদের অর্পিত দায়িত্ব যেন পালন করতে পারে এবং দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক যেন আরও জোরদার হয়, সেই লক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।