হেনস্থার প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর সাংবাদিকদের স্মারকলিপি
ময়মনসিংহে অশোভন আচরণ ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে চলছে টানাপড়েন। এই টানাপড়নে গতকাল সোমবার থেকে জেলা ক্রীড়া সংস্থার খেলার সংবাদ বর্জনের আজ মঙ্গলবার চলছে দ্বিতীয় দিন।
ঘটনার সূত্রপাত গত ২৯ সেপ্টেম্বর। সেদিন সাফবিজয়ী আট নারী খেলোয়াকে সংবর্ধনা দেওয়া হয়। অভিযোগ ওঠে, সেই সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ ও পেশাগত কাজে বাধা দেওয়া হয়।
এর প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল বিকেলে জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলার সাংবাদিক সংগঠনগুলো। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা না চাওয়া পর্যন্ত সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে চলমান ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার সংবাদ সংগ্রহ থেকেও বিরত রয়েছেন সাংবাদিকরা।
স্মারকলিপিতে বলা হয়েছে, জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের চিহ্নিত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সংবাদ সংগ্রহ ও প্রচার থেকে বিরত থাকবেন সাংবাদিকরা। শিগগিরই ব্যবস্থা না নেওয়া হলে মানববন্ধনসহ দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেন, ‘সাংবাদিকদের দাবি সত্য নয়। ঘটনার দিন কর্তব্যরত পুলিশ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারা (সাংবাদিকরা) শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আমরা আর কী করব।’
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক মো এনামুল হক বলেন, ‘বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আমরা একটু বসব। দেখি কী করা যায়।’