১৪ দিন নিখোঁজ ছেলের প্রহর গুনছেন মা
ঢাকার ধামরাইয়ের নিখোঁজের ১৪ দিনেও খোঁজ মেলেনি শাকিল আহাম্মেদ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর। তিনি ১৪ দিন আগে একটি বইসহ বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। তার পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনছেন মা।
আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কাওয়ালিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মনিরুজ্জামান। গত ৭ মার্চ সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
নিখোঁজ শাকিল আহাম্মেদ ধামরাইয়ের কুশুরিয়া ইউনিয়নের বাউজা মধ্যপাড়ার আব্দুর রশিদের ছেলে। তিনি সাভার বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শাকিলের বড় ভাই রুবেল আহাম্মেদ জানান, গত ৭ মার্চ সন্ধ্যায় একটি বই হাতে নিয়ে শাকিল বাসা থেকে বের হয়ে যান। পরে তিনি আর বাড়ি ফেরেননি।
কিন্তু সব আত্মীয়স্বজনের বাড়িতে ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি শাকিলের। পরে ৯ মার্চ ধামরাই থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাকিলের ভাই রুবেল। তবে নিখোঁজ ডায়েরির ১৪ দিন অতিবাহিত হলেও শাকিলের সন্ধান কিংবা কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ।
এদিকে শাকিলের মা আকুল হয়ে তাঁর সন্তানের পথ চেয়ে আছেন। তিনি শাকিলের শোকে পাগলপ্রায়। তিনি দ্রুত তার সন্তানকে তার বুকে ফিরে পেতে ব্যাকুল। এ ব্যাপারে পুলিশকে জোড়ালো ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মনিরুজ্জামান বলেন, শাকিলের ভাই এ ব্যাপারে একটি জিডি করেছেন। আমরা নিখোঁজ কলেজছাত্র শাকিলের সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। আশা করছি দ্রুত তার সন্ধান পাওয়া যাবে।
অপরদিকে সাভারের বিভিন্ন স্থান থেকে আরও দুই নারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।