১৮ মাসের বেতন বকেয়া, ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ
১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে প্যারাডাইস কেবলসের শ্রমিকরা। আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। নিউমার্কেট এলাকায় রাস্তায় পাথর দিয়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট থেকে সাইনবোর্ড দীর্ঘ চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, প্যারাডাইস কেবলসের তিন শতাধিক শ্রমিকের দীর্ঘ ১৮ মাসের বেতন বকেয়া রয়েছে। তা ছাড়া গত মাসের বেতনও এখন পর্যন্ত দেওয়া হয়নি। ফলে আজকের এই অবরোধ।
শ্রমিকরা আরও জানান, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া বৃদ্ধি হওয়ায় জীবনযাত্রা ব্যাঘাত ঘটছে। প্রশাসন কলকারখানা অধিদপ্তরের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও এর প্রতিকার পাচ্ছে না।
পরে পুলিশ এসে প্যারাডাইস কেবলসের মালিকের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি পূরণ করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেযন।