৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ ছয়জন আটক
নওগাঁয় ৪৯ কেজি গাঁজা ও এক নারীসহ ছয়জনকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আজ সোমবার (১৩ মার্চ) ভোরে জেলা শহরের বরুনকান্দি বাইপাস মোড় থেকে তাঁদের আটক করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন ফারুক হোসেন, সালেক হোসেন, আবদুল মালেক, আশরফ আলী এবং মাইক্রো চালক আশিক মিয়াসহ এক নারী। তাঁরা হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) লোকমান হোসেন বলেন, ‘আটক করা ব্যক্তিরা আন্তজেলা মাদক কারবারি দলের সদস্য। তাঁদের হবিগঞ্জ জেলা থেকে নওগাঁর ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জের আড্ডা এলাকা যাওয়ার কথা ছিল। একটি মাইক্রোবাসের সিলিন্ডার কেটে তার ভেতরে ও মাইক্রোবাসের বডির ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো লুকিয়ে রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বরুনকান্দি বাইপাস মোড়ে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে জব্দ করা হয়। পরে ওজন করে ৪৯ কেজি গাঁজা পাওয়া যায়। ওই সময় মাদক পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।’
লোকমান হোসেন আরও বলেন, ‘আটক করা ব্যক্তিরা টাকার বিনিময়ে ভাড়া করে পরিবারের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে গাঁজা বহন করত। দেখে বুঝার উপার নেই তারা পরিবারের সদস্য নয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।’