পৌষের শীতে বৃষ্টি, জনজীবন জবুথবু
ঠাকুরগাঁওয়ে শীত জেঁকে বসেছে। এরই মধ্যে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পৌষের এ শীতের তীব্রতায় জনজীবন জবুথবু হয়ে পড়েছে।
বৃষ্টিতে বিপাকে পড়েন দিনমজুররা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে বাতাসে খেটে খাওয়া মানুষ কাহিল হয়ে পড়ছেন। শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আজ সোমবার সকাল ৮টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
বেলা ১১টা পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, পীরগঞ্জ উপজেলায় বেলা ১১টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার সব জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
একদিকে হিমেল হাওয়া, সঙ্গে বৃষ্টি—সব বয়সী মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। ঠান্ডা বেড়ে যাওয়ায় শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে সর্দি-কাশি-নিউমোনিয়াসহ বিভিন্ন প্রকার শীতজনিত রোগে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষা করতে গরম কাপড় ব্যবহার, মধু ও তুলসী পাতার রস খাওয়ানোর পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে অভিভাবকদের।