ময়মনসিংহে ট্রাক- প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ১
ময়মনসিংহে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার সামনে একটি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ঈশ্বরগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে কিশোরগঞ্জগামী প্রাইভেটকার ও বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের আসাদুল (৫০) নামের এক যাত্রী নিহত এবং অপর তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত তিনজনকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আসাদুলের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বলে জানা গেছে।
পুলিশ দূর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও প্রাইভেট কারটি উদ্ধার করলেও ট্রাকচালককে আটক করতে পারেনি।