নাটোরে বাস উল্টে খাদে, নিহত ৪
নাটোরের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়েছে। এতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নাটোর শহরের কান্দিভিটা এলাকার সুলতানা বেগম, তাঁর মেয়ে ঐশী ও ছেলে শাকিব। অপরজন যাত্রীবাহী বাসচালকের সহকারী।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সকালে বগুড়া থেকে নাটোর যাচ্ছিল একটি বাস। পথে জোলারবাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।