বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার কানারপুকুর এলাকায় বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজী জানান, ভোরে ঢাকাগামী মুরগিবাহী পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানের চালক ও মুরগির বেপারী নিহত হন।
পেছন থেকে ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি বিদেশ থেকে আমদানি করা একটি রিকন্ডিশনড গাড়ি। মংলা বন্দর থেকে গাড়িটি ঢাকার কোনো শোরুমে নেওয়া হচ্ছিল বলে জানান ওসি। তিনি জানান, এ ঘটনায় মাইক্রোবাসের চালক আহত হলেও তাঁকে আটক করা সম্ভব হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।