বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়সহ দুটি উন্নয়নকাজের উদ্বোধন
বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়সহ দুটি উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি আনুষ্ঠানিকভাবে এগুলো উদ্বোধন করেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত লেমুঝিড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ ভবন এবং পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত কাট্টলিপাড়া বৌদ্ধ বিহার ভবন।
এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থোয়াইচাহ্লা মারমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখয় মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে কাল শনিবার সকালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর জেলার শহরের মেম্বারপাড়ায় ডায়াবেটিক হাসপাতালের সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়াও বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে শিক্ষক সমিতির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।