পাহাড়ে বাঁধ তৈরির মাধ্যমে মৎস্য চাষ সম্প্রসারণ : প্রতিমন্ত্রী
পাহাড়ে মৎস্য চাষ সম্প্রসারণে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ৮০৪টি মৎস্য প্রকল্প বাস্তবায়ন করা হবে। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের মেঘলায় মৎস্য প্রকল্প পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাহাড়ের মাঝে মাঝে বাঁধ তৈরির মাধ্যমে মৎস্য চাষ সম্প্রসারণ করা হবে। স্বল্প খরচে মাছ চাষ খুবই লাভজনক। তবে সমতলের মতো নয়, এখানে প্রাকৃতিক পরিবেশগত ভারসাম্য সমুন্নত রেখেই যতটুকু সম্ভব মৎস্য চাষের প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আসাদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তাসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য প্রতিমন্ত্রীর পিএস আসাদুজ্জামান জানান, পাহাড়ের ঝিরি ঝরনায় বাঁধ দেওয়ার মাধ্যমে মৎস্য প্রকল্প সৃষ্টি প্রকল্পের আওতায় বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় ২৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৮০৪টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ৪৭৬টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এগুলোতে এ পর্যন্ত ২০ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামীতে বাকি ২২৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মেয়াদ ২০১৭ সাল পর্যন্ত রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে বান্দরবানে রয়েছে ১৮৭টি প্রকল্প। যার মধ্যে ১০১টি প্রকল্প এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে।