পাবনায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
পাবনায় নানা আয়োজনে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের বৈকণ্ঠপুর অ্যাস্ট্রাস খামার বাড়িতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা।
স্যামসন এইচ চৌধুরীর স্মৃতিচারণা ও পবিত্র বাইবেল থেকে আলোচনা করেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের উপদেষ্টা ডেনিস দিলীপ দত্ত ও সাধারণ সম্পাদক লিয়র পি সরকার। বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের উপদেষ্টা ডেভিড প্রণব দাস স্মরণসভা পরিচালনা করেন।
এ সময় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ছেলে স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী। পাবনা ব্যাপ্টিস্ট চার্চের যাজক ডেভিড রতন দাসের প্রার্থনার মধ্যদিয়ে শেষ হয় স্মরণসভা।
সভায় স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী, ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা সদর আসদের সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের শিল্প আন্দোলনে এই ব্যক্তিত্ব ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দেশপ্রেম, শিল্প, সংস্কৃতি ও সমাজসেবায় রেখেছেন এক অনন্য দৃষ্টান্ত।