ঠাকুরগাঁওয়ে নসিমন খাদে, ২ ব্যবসায়ী নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নছিমন খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন পীরগঞ্জ উপজেলার সিনুয়া গ্রামের ফজলুল হক ও ভাগুরা গ্রামের সাদ্দাম হোসেন। আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কয়েকজন গরু ব্যবসায়ী উপজেলার লাহিড়ী হাট থেকে নছিমনে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বালিয়াডাঙ্গী তীরনই ব্রিজের অপর দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফজলুল হক ও সাদ্দাম হোসেন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।