সেই পুলিশ-পেটানোর মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
সরকারবিরোধী আন্দোলন চলাকালে রাজশাহীতে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (টিএসআই) জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে পেটানোর মামলায় জামায়াত নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার বিকেলে গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার কাফুরিয়া এলাকা থেকে রফিকুলকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কাফুরিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি।
নাটোর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত জানান, ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের অবরোধ চলাকালে রাজশাহী মহানগরীতে দায়িত্ব পালন করছিলেন এসআই জাহাঙ্গীর। এ সময় জামায়াত-শিবিরের একটি মিছিলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় মিছিলকারীদের একজন জাহাঙ্গীরের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাঁকে বেপরোয়া পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনা তখন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হলে সমালোচনার ঝড় ওঠে।
এসআই সৈকত দাবি করেন, পরে পুলিশ সেখানে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে চিহ্নিত করে। সেই হামলাকারী ছিলেন রফিকুল। তাঁর বিরুদ্ধে নাটোরেও একাধিক নাশকতার মামলা রয়েছে।