দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
urgentPhoto
সকালে গুলশান-২ ডিসিসি মার্কেট এলাকায় গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ শুরু করেন তিনি। এরপর মহাখালী কমিউনিটি সেন্টার ও শাহীনবাগে খাবার বিতরণের পর তিনি সরাসরি চলে যান জাতীয় প্রেসক্লাবে। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকেজানান, খালেদা জিয়া আজ দুপুরের পর মিরপুর, পল্লবী, বাড্ডা, উত্তরা, রামপুরাসহ মোট ১৪টি স্থানে গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ করবেন।
এর আগে শনিবার জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ২৫টি স্পটে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপিনেত্রী খালেদা জিয়া।