পাঠ্যপুস্তকে ভুলের প্রতিবাদে ঠাকুরগাঁও উদীচীর বিক্ষোভ
পাঠ্যপুস্তকে ভুলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আজ রোববার দুপুরে শহরের সমবায় মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য দেন উদীচী ঠাকুরগাঁও সংসদের সভাপতি সেতারা বেগম, সহসভাপতি মিজানুর রহমান, রেজওয়ানুল হক রিজু প্রমুখ।
বক্তারা অবিলম্বে ভুল সংশোধন ও প্রগতিশীল লেখকদের লেখা অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের এ বিষয়টি অবগত করেন উদীচীর নেতারা।