কিশোরীকে ধর্ষণ-ভিডিও, গ্রেপ্তার ২
বান্দরবানের আলীকদম উপজেলায় কিশোরী ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার রাতে গ্রেপ্তারের পর আজ রোববার বিকেলে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এঁরা হলেন উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মিজানুর রহমান (২৩) এবং তাঁর সহযোগী সাইফুল ইসলাম (২৪)।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাঁড়ি এলাকায় এসএসসি পরীক্ষার্থী এক মারমা কিশোরী গতকাল শনিবার রাতে ধর্ষণের শিকার হয়। এ সময় আরেক যুবক ভিডিও করে রাখে। এ ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় কিশোরীকে।
কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দেয়। পরে রাতেই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তবে গ্রেপ্তার হওয়া দুই যুবক নিজেদের নির্দোষ দাবি করেছেন।