বানিয়াচংয়ে পুকুর নিয়ে সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের মালিকানা নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে আজ সোমবার একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের একটি পুকুরের মালিকানা নিয়ে ওই গ্রামের সালাহউদ্দিন আহমেদ ও পাশের হরিপুর গ্রামের সোহরাব উল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে হরিপুর গ্রামের সোহরাব উল্লাহ লোকজন নিয়ে পুকুর পাড়ে বাঁশের বেড়া দিয়ে পুকুরটির দখল নিতে যান। এ সময় সালাহউদ্দিনের পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে অবস্থানকারী উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সালাহউদ্দিন (৪০) মারা যান। আহত হন অন্তত ২০ জন।
সালাহউদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষ থেমে যায়। স্বজনরা তাঁকে নিয়ে হাসপাতালে যান। অন্য আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রাত ৯টার দিকে বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন।