উদ্ধার করা কুমির করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত
সাতক্ষীরার দেবহাটা থেকে উদ্ধার করা কুমিরটি সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও কুমির লালন পালন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। তিন দিন ধরে কুমিরটি দেবহাটা গ্রামের একটি পুকুরে অবস্থান করছিল।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার ফরেস্টার আজাদ কবির জানান, সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার দেবহাটা এলাকার আবদুল ছালেকের বাড়ির পুকুরে তিন দিন ধরে একটি কুমির ভাসতে দেখেন বাড়ির ও আশপাশের লোকজন। ওই বাড়ির মালিক ছালেক তাঁর পুকুরে কুমির আসার খবরটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানায়। পরে খবর পেয়ে ওয়াইল্ড লাইফ রেঞ্জার লুৎফর পারভেজ ও ফরেস্টার আজাদ কবির আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান। পরে সেখানকার ওই পুকুরে নেট জাল টেনে জালের মধ্যে কুমিরটিকে আটক করে উদ্ধার করেন।
আজাদ কবির জানান, উদ্ধার হওয়া কুমিরটি আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও কুমির লালন-পালন কেন্দ্রে ছেড়ে দেওয়া হয়েছে। প্রায় ১০ বছর বয়সের পুরুষ এই কুমিরটি লম্বায় ৬ ফুট ৭ ইঞ্চি।
আজাদ কবির আরো জানান, কুমিরটি সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার ইছামিত নদী থেকে গিয়ে ওই পুকুরে অবস্থান নেয়। বন থেকে লোকালয়ের ওই বাড়ির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।