পাশের বাড়িতে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের মনোহর গ্রামে এ ঘটনা ঘটে
গুরুতর অসুস্থ অবস্থায় আজ বুধবার দুপুরে ওই শিশুকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নাজিরপুর উপজেলার ঘোষকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ওই শিশুর মা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার মেয়ে পাশের বাড়ির হারলাল সরকারের বাড়িতে টিভি দেখার জন্য যায়। এ সময় পাশের গ্রামের অমিতাভ সরকার (১৮) তাকে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।’
স্থানীয় লোকজন জানায়, শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এসে মায়ের কাছে বিষয়টি জানায়। সে সময় রক্তক্ষরণ হতে দেখে তার মা স্থানীয় এক গ্রাম্য চিকিৎসককে বাড়িতে ডেকে চিকিৎসা করান। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে প্রথম নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ফারহানা রহমান বলেন, ‘আমরা কিছু কাজ করেছি। কিন্তু তারপরও ভেতর থেকে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের এখানে উন্নত পদ্ধতি না থাকায় সেটা আমরা ধরতে পারছি না। এ ছাড়া শিশুটির যোনিপথের বাইরে দুই-তিন জায়গায় ছিড়ে গেছে। আপাতত আমরা রক্তক্ষরণ বন্ধের জন্য ওষুধ দিয়েছি।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।