ড. ইউনূস খালেদা জিয়ার দেশবিরোধী দূত : খালিদ মাহমুদ
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশবিরোধী দূত এবং বিএনপির প্রধান সিপাহশালার বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বুধবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় এমপি খালিদ মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়া ধ্বংস ছাড়া কিছু বোঝেন না। আর তাঁর এ ধ্বংসাত্মক রাজনীতির প্রধান সিপাহশালার হচ্ছেন ড. ইউনূস।
ড. ইউনূসের সমালোচনা করে খালিদ মাহমুদ আরো বলেন, সিডর, আইলা, নার্গিসসহ সব ঝড়-জলোচ্ছ্বাসে আমাদের শান্তির দূতকে পাওয়া যায় না। আগুনে ব্যবসায়ীরা সর্বসান্ত হয়ে যায়, তখনো শান্তির ইউনূসকে দেখা যায় না। তিনি সামাজিক ব্যবসা নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ান। আর খালেদা জিয়ার দেশবিরোধী রাজনীতির দূতিয়ালি করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী জনগণের পাশে মমতার পরশ নিয়ে অভিভাবকের দায়িত্বে থাকেন বলে উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি একটি অস্থির ও ধ্বংসাত্মক দল। তারা জানে না, তারা কী চায়। তারা সংলাপ চায় না, আবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যায়। সার্চ কমিটির সমালোচনা করে, আবার কমিটির কাছে নামও জমা দেয়। আসলে তাদের উদ্দেশ্য রাজনীতি নয়, তারা দেশকে ধ্বংস করতে চায়। কারণ বাংলাদেশকে এখনো মেনে নিতে পারেনি তারা।
যুব সমাজকে ধ্বংস করতে জিয়াউর রহমান তাদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছিল দাবি করে খালিদ আরো বলেন, জিয়াউর রহমানের এ ধ্বংসাত্মক রাজনীতির ধারা খালেদা জিয়াও ধরে রেখেছেন। যুবকদের স্বাবলম্বী করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্রঋণসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
রাণীশংকৈল উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু শাহীনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য দবিরুল ইসলাম, সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সুদাম সরকার, আব্দুল মজিদ আপেল ও আলমগীর সরকার।