বালিয়াডাঙ্গী যুবলীগের সভাপতি মাজেদুর, সাধারণ সম্পাদক জুয়েল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা শাখা যুবলীগের আয়োজনে উপজেলা শহর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলার সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্মেলনের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. দবিরুল ইসলাম।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ আপেল প্রমুখ।
পরে মাজেদুর রহমানকে সভাপতি, আলী আসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক ও সমরজিৎ সিংহ ছটকুকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।