গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় শ্রমিক লীগের বিক্ষোভ
হরতাল ও অবরোধ প্রত্যাহারের দাবিতে খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি দিলেও শেষ পর্যন্ত তা করতে পারেনি জাতীয় শ্রমিক লীগ। এর বদলে গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় আধা ঘণ্টা অবস্থান ও সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে ফিরে যায় নেতা-কর্মীরা।
খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে আজ সোমবার সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা গুলশান দুই নম্বর গোলচত্বরে জড়ো হয়। মাথায় লাল ফিতা বেঁধে ট্রাকে করে ঢাকার আশপাশ থেকেও অনেক নেতা-কর্মীকে আসতে দেখা যায়। এ সময় হরতাল-অবরোধ প্রত্যাহার, যানবাহন পোড়ানো বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা।
পরে গুলশান দুই নম্বর গোলচত্বর থেকে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে শ্রমিক লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় গেলে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানে বিক্ষোভ করে তারা সেখান থেকে চলে যায়। অবিলম্বে হরতাল অবরোধ-প্রত্যাহার না করা হলে আবারও তারা খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেয়।