বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। উপজেলার চাররাস্তা মোড়ের কাছে আজ শনিবার সকালে একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে ধাক্কা দিয়ে পথচারীদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত মোনালিসা (১৯) ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার হামিদ সরদারের মেয়ে। নিহত অপর পথচারী ওবায়দুল খলিফা (২৬) চিতলমারী উপজেলার কালীগাতি গ্রামের সাইদ খলিফার ছেলে।
আহত মোজাফ্ফর (২৬), মিজান (৪৫) ও নাসিরকে (২৬) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা খুলনাগামী রূপসী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফকিরহাটের চাররাস্তা মোড়ে পৌঁছে একটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুই পথচারী ওবায়দুল ও মোনালিসাকে চাপা দেয়। এ সময় বাইসাইকেল আরোহী পান দোকানি নাসিরসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মোনালিসা ও ওবায়দুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।
এদিকে ছাত্রী নিহতের খবর ছড়িয়ে পড়লে ফকিরহাট মহিলা কলেজের ছাত্রীরা দুপুর সাড়ে ১২টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় ।