গাইবান্ধায় জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মী আটক
গাইবান্ধার তুলসীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের মামলার ১০ আসামিসহ ৪২ জনকে আটক করেছে যৌথবাহিনী। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী।
সোমবার জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত রোববার দিবাগত রাতে জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এর মধ্যে ১০ জন তুলসীঘাটে পেট্রলবোমা নিক্ষেপের মামলার আসামি।
জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও) মাহবুব উল আলম এনটিভিকে বলেন, জেলার পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জসহ কয়েকটি এলাকায় যৌথবাহিনীর নাশকতাবিরোধী অভিযান আরো জোরদার করা হয়েছে।