ভুয়া ফেসবুক আইডিধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা ভুয়া আইডি খুলে সমালোচনা করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিলেটে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান। তিনি ওই সব ফেসবুক চালানো ব্যক্তিদের কুলাঙ্গার বলে মন্তব্য করেছেন।
শনিবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট থানা কমিউনিটি পুলিশিং সমাবেশে ডিআইজি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, ‘মানবপাচার এখন মহা আকার ধারণ করেছে। যারা মানবপাচারের মতো জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা চাই না মানবপাচারকারীদের কবলে পড়ে আর কোনো মায়ের বুক খালি হোক।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডিআইজি মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে যারা ফেসবুকে ফেইক (ভুয়া) আইডি খুলে শুধু সমালোচনা করে, তাঁদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।’
ডিআইজি চুনারুঘাটের মানবপাচারকারী বাচ্চুকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন। সেই সাথে তিনি ঘোষণা দেন বাচ্চুকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
মিজানুর রহমান আরো বলেন, মানবপাচারকারীদের চিহ্নিত করে সাংবাদিকরা যদি সংবাদ প্রকাশ করেন তাহলে সাংবাদিকদেরও পুরস্কৃত করা হবে।
চুনারুঘাট উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এম আকবর হোসেন জিতুর সভাপতিত্বে এবং হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের, সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী।