কুড়িগ্রামে শহীদ রাউফুন বসুনিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
কুড়িগ্রামে শহীদ রাউফুন বসুনিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজারহাট উপজেলায় বসুনিয়াপাড়ায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
পরে রাজারহাট কলেজ চত্বরে রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ স্মরণসভার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন-উর রশিদ লাল, সাধারণ সম্পাদক এস এম ছানালাল বকসী, আব্রাহাম লিংকন, আবু নূর মোহাম্মদ আকতারুজ্জামান, শ্যামল ভৌমিক, দুলাল বোস।
১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগ্রাম পরিষদের স্বৈরাচারবিরোধী মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় মহসিন হলের সামনে গুলিতে শহীদ হন রাউফুন বসুনিয়া।