ঠাকুরগাঁওয়ে ‘আল্লাহর দলের’ ৪ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে সরকারের কালো তালিকাভুক্ত ‘আল্লাহর দলের’ চার সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার দিনভর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকুত চারজন হলেন, ‘আল্লাহর দলের’ বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম বাবু, আরিফ হোসেন, রব্বানী হক ফজলু, খন্দকার মজিবুল ইসলাম মিরন।
ফখরুল ইসলাম বাবু পাবনার আটঘরিয়া উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের বাসিন্দা। মজিবুল ইসলাম মিরনের বাড়ি কুষ্টিয়ায়। বাকিদের ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।
ওই চারজনের কাছ থেকে কিছু বইসহ ১৪ ধরনের আলামত জব্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারের কালো তালিকাভুক্ত আল্লাহর দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দলের সক্রিয় সদস্য। তাঁদের কার্যক্রম আরো ছড়ানোর আশঙ্কা আছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের কার্যক্রম আরো বাড়ানো হবে।
এসপি জানান, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কালো এই দলে ১২০ জন সদস্য সক্রিয়ভাবে কাজ করছে। নাম আল্লাহর দল হলেও তাঁরা ঠিকমতো নামাজও পড়েন না।