ঠাকুরগাঁওয়ে চাঁদা আদায়কে কেন্দ্র করে ভাঙচুর, আগুন
ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঠাকুরগাঁওয়ে মোটর মালিক সমিতির টোল আদায়ের ঘর ভেঙে আগুন দিয়েছে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ঘটনা ঘটার শ্রমিকরা। সেই সময় তারা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোটর মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছিল। আগে ঠাকুরগাঁও বাস টার্মিনালের সামনে থেকে যেসব গাড়ি থেকে চাঁদা আদায় করা হতো সে টাকা ট্রাক শ্রমিক, মোটর শ্রমিক ও মোটর মালিকরা ভাগাভাগি করে নিত।
সম্প্রতি ট্রাক শ্রমিকদের চাঁদার টাকা কম দেওয়ায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এর জের ধরে তারা বাস টার্মিনালে গাড়ির চাঁদা তোলা বন্ধ করে দেয়।
পরে ট্রাক শ্রমিক ইউনিয়ন আলাদা ভাবে শহরের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাঁদা আদায় শুরু করে। সোমবার মোটর মালিক সমিতি ঠাকুরগাঁও বাস টার্মিনালে আবারও চাঁদা আদায় শুরু করলে ট্রাক শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
সেই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মোটর মালিক সমিতির চাঁদা আদায়ের ঘর ভেঙে, আগুন লাগিয়ে পালিয়ে যায়। ট্রাক শ্রমিকরা এ সময় পুলিশ প্রশাসনের সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) ক্যামেরা ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দীন জানান, মোটর মালিক সমিতি অবৈধ ভাবে ট্রাক থেকে চাঁদা আদায় করে। এরই প্রতিবাদে তাদের চাঁদা আদায়ের ঘরটি ভেঙে দেওয়া হয়েছে।
জেলা মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু বলেন, ‘আমরা নিবন্ধিত সংগঠন। সরকারি নিয়ম অনুযায়ী আমরা গাড়িপ্রতি টোল আদায় করি। কিন্তু ট্রাক শ্রমিকরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্য জায়গায় ইচ্ছে মতো চাঁদা আদায় করছে।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।