নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু, ৩ জন হাসপাতালে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে আজ সোমবার গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহাত নামের এক স্কুলছাত্র মারা গেছে।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো তিন ছাত্র। তারা সবাই পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
পীরগঞ্জ থানার পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে নিহত রাহাত ও তার সহপাঠী বন্ধু রাকিব, নায়েম ও ফরহান টাঙ্গন নদীর সাগুনি রাবার ড্যাম এলাকায় গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে যায় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক রাহাতকে মৃত ঘোষণা করেন।