পীরগঞ্জে তরুণদের উদ্যোগে কাঠের শহীদ মিনার
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’। এতদিন ভাষাশহীদদের আত্মার প্রতি গভীর এই সমবেদনা জানানো থেকে বঞ্চিত ছিল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষজন। কারণ পুরো উপজেলায় যে কয়েকটি শহীদ মিনার আছে তার সবই থানা শহরে।
বিভিন্ন জাতীয় দিবসে দেশের সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছিল না গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী। এমন সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাজীপুর ও সেনগাঁও ইউনিয়নের শিক্ষার্থীরা মিলে একটি কাঠের শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন। এই কাজে এগিয়ে আসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রত্যন্ত এলাকার এই শহীদ মিনারটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল হক। এরপর বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন অর্ক স্টুডেস্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।
হাজীপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ইব্রাহীম খান ও সেনগাঁও ইউপির চেয়ারম্যান মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।