বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার সৈদ্যারটুলা মহল্লার বাসিন্দা বানিয়াচং ২ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও একই মহল্লার পঞ্চায়েত সর্দার বাহার খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আজ দুপুরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোটা, টেঁটা, ফিকলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ২০ রাউন্ড কাঁদানে গ্যাস এবং শটগানের ১৩টি গুলি ছোড়ে।
ওসি জানান, তিনি ছাড়াও থানার পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন এবং কনস্টেবল আবদুল্লাহ আহত হন। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
অন্য আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।