নদীর পাড়ে নারীর লাশ!
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্লাহ অলি জানান, স্থানীয়রা একজন নারীর মরদেহ নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পৌর কাউন্সিলর মো. ছিদ্দিকুর রহমানকে জানান। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
ওসি জানান, লাশটি কয়েক দিন আগের হওয়ায় বিকৃত হয়ে গেছে। তাই লাশের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পরে ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।