গৃহবধূকে পিটিয়ে হত্যা, দেবর আটক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর দেবর সায়েদ আলীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার নালিতাবাড়ী পোড়গাঁওয়ের শেকেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কুলসুম বেগম (২৪)। তিনি শেকেরকুড়া গ্রামের আবুল কালামের স্ত্রী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, বুধবার রাতে কুলসুমের স্বামী আবুল কালাম আজাদ, দেবর সায়েদ আলীসহ পরিবারের লোকজন কুলসুমকে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন। পরে তারা লাশ বাড়ি নিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে কুলসুমের স্বজনরা জানান, কুলসুমের স্বামী, দেবর ও শ্বশুরবাড়ির লোকজন মিলে কুলসুমকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে।
ঘটনার তদন্তকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, লাশের দেহে ধারালো কোনো অস্ত্রের আঘাত না থাকলেও গলায় ফাঁস বা শ্বাসরোধের চিহ্ন রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।