দৌড়ে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পিষ্ট
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত বাসে উঠতে গিয়ে আবুল হোসেন শিকদার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দৌড়ে বাসে উঠতে গিয়ে পা পিছলে বাসের চাকার নিচে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
আবুল হোসেনের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন বলে জানা গেছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক নিহতের স্বজন ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সকালে হোসেন বাড়ি থেকে মানিকগঞ্জ কাঁচাবাজারে যান। সেখান থেকে সোয়া ৯টার দিকে বাইপাইল যাওয়ার জন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকাগামী বিআরটিসির বাসে (ঢাকা মেট্রো ব ১১-১২০৭) উঠতে যান। এ সময় পা ফসকে নিচে পড়ে তিনি ওই বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি আরো জানান, গোলড়া এলাকা থেকে বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।