ঢাকার উদ্দেশে বেরিয়ে ঝুলন্ত লাশ
ঠাকুরগাঁও পৌর এলাকার হঠাৎপাড়া ৯ নম্বর ওয়ার্ডের হাজি মসজিদের পাশ থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গাছের ডালে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম সাখাওয়াত (৪০)। স্বজনরা জানিয়েছে, গত সোমবার তিনি ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার ৩ নম্বর আঁকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা হাজিপাড়া গ্রামে।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ জানান, ঢাকার উদ্দেশে বেরিয়ে যাওয়ার পর সাখাওয়াতের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। দুপুরে সাখাওয়াতের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।