বিএনপির আশায় গুড়ে বালি : আমু
যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দিল্লির ক্ষমতায় আসে তাহলে তাদের হাত ধরে বিএনপিও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে-বিএনপির এমন আশায় গুড়ে বালি হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের পুরোনো স্টেডিয়ামে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আমাদের দেশের দারিদ্র্যের হার কম। বর্তমান ৩৪ ভাগ দারিদ্র্যের হার থেকে ২০১৮ সালে ১৮ ভাগে নেমে আসবে। তাই নরেন্দ্র মোদি ঢাকা সফরে এসে বাংলাদেশের এ অবস্থা দেখেই বলেছেন, বাংলাদেশ-ভারত একসঙ্গে এগিয়ে যাবে।
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, নরেন্দ্র মোদির দল ক্ষমতায় এলে বিএনপির হাত শক্তিশালী হবে এবং তারা ক্ষমতায় যেতে পারবে। তাদের সেই আশায় গুড়ে বালি। খালেদা জিয়া ভেবেছিলেন, নরেন্দ্র মোদির হাত ধরে বিএনপি ক্ষমতায় যেতে পারবে, কিন্তু তা আর হলো না।
শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে রূপান্তরিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় নেমে আবেগ নিয়ে বলেছেন, ‘বাংলাদেশ অনেক এগিয়েছে যা আমি কল্পনাও করিনি।’ মোদি তাঁর বক্তব্যে বলেছেন, খুব শিগগির বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছে যাবে। তাই তিনি গর্বের সঙ্গে বলেছেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে এগিয়ে যাবে। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক মো. সুলতান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
সম্মেলনে সদর উপজেলায় সভাপতি পদে আবদুর রশিদ হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান এবং পৌর আওয়ামী লীগের কমিটিতে সভাপতি পদে লিয়াকত আলী তালুকদার ও সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেনের নাম ঘোষণা করেন শিল্পমন্ত্রী।