মানিকগঞ্জে গাড়ির চাপায় শিশু নিহত
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মূলকান্দি এলাকায় আজ শুক্রবার দুপুরে লেগুনা গাড়ির চাপায় খাদিজা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই এলাকার মন্টু মিয়ার একমাত্র সন্তান। এ ঘটনায় স্থানীয় লোকজন লেগুনাসহ (ঢাকা মেট্রো চ ০২-৩৮৩৪) চালক ও সহকারীকে ধরে পুলিশে দিয়েছে।
পুলিশ গাড়িটি জব্দ ও চালক-সহকারীকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তিরা হলেন লেগুনার চালক ঢাকার ধামরাই উপজেলার কয়েদপাড়া গ্রামের মো. হৃদয় মিয়া (২২) ও সহকারী একই গ্রামের রাসেল শেখ (১৮)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, খাদিজার বাবা মন্টু চট্টগ্রামে কাঠমিস্ত্রির কাজ করেন। মেয়েকে নিয়ে মন্টুর স্ত্রী গ্রামের বাড়িতেই থাকেন। আজ দুপুর ২টার দিকে খাদিজা বাড়ির পাশে বরংগাইল-ঘিওর-দৌলতপুর সড়কের সেতুর ঢালে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি লেগুনা অপর একটি লেগুনাকে ওভারটেক করতে গিয়ে খাদিজাকে চাপা দেয়। এতে খাদিজা গুরুতর আহত হলে স্বজনরা তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে লেগুনাটি অন্য সড়ক হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন কলিয়া বাজার এলাকা থেকে লেগুনাসহ চালক ও সহকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া করা হচ্ছে। আর চালক ও সহকারীর বিরুদ্ধে থানায় মামলারও প্রস্তুতি চলছে।