আদালতের জরিমানার প্রতিবাদে দোকান বন্ধ রেখে প্রতিবাদ
ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিমের অপসারণ দাবি করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) ডাকে আয়োজিত মানববন্ধনে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ আবুল হোসেন আকল মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ ছিদ্দিকুর রহমান মাসুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন প্রমুখ।
গত রোববার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুরাতন মহাসড়কের উত্তর বাজারে ট্রাক দাঁড় করিয়ে রড সিমেন্টসহ মালামাল আনলোড করা হচ্ছিল। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম সিরাজাম মুনিরা সুমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম বাচ্চু মিয়াকে ৫০ হাজার টাকা এবং লিফা এন্টারপ্রাইজের মালিক মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করতে না পারায় দুই ব্যবসায়ীকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে নগদ টাকা পরিশোধ করে তাঁরা মুক্তি পান।