গলাচিপায় মেয়র হলেন আ. লীগের তুহিন
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগদলীয় প্রার্থী আহসানুল হক তুহিন।
আজ সোমবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকী এনটিভি অনলাইনকে জানান, আওয়ামী লীগ প্রার্থী আহসানুল হক তুহিন পেয়েছেন ছয় হাজার ২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন ধানের শীষে পেয়েছেন ৮২৪ ভোট।