মানিকগঞ্জে শিশুদের কম্পিউটার ও ইন্টারনেট শিক্ষাদান
বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের কার্যক্রম প্রতিদিন আধুনিক প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। এই রূপান্তরের ফলে একটি মহলের তাল সামলানো কঠিন হয়ে পড়েছে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ে ইন্টারনেট সম্পর্কে ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য তথ্যপ্রযুক্তি এবং যোগাযোগের ওপর সচেতনতা ও হাতেকলমে শিক্ষাদানের কর্মশালায় প্রধান বক্তা হিসেবে মোস্তাফা জব্বার এ কথা বলেন।
মোস্তাফা জব্বার আরো বলেন, ‘দেশের প্রতিটি শিশুকে আমরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হাতে-কলমে শিক্ষা দিয়ে তৈরির চেষ্টা করছি।’
এ সময় শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিব খান, ইন্টারনেট সার্ভিস প্রভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খবির উদ্দিন, প্রধান শিক্ষক সফিউদ্দিন মহি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের খ্যাতিমান তথ্য প্রযুক্তিবিদ মুনীর হাসানসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিবিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে মৌলিক জ্ঞান এবং ইন্টারনেটের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তাদের পর্যাপ্ত তথ্য দেওয়া।
নতুন প্রজন্মকে ইন্টারনেট ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরে ‘সমাজের উন্নতির জন্য ইন্টারনেটের ব্যবহার’ সুনিশ্চিত করার বিষয়ে ধারণা দেন বক্তারা।