বন্দুকযুদ্ধে তিন ‘মানবপাচারকারী’ গুলিবিদ্ধ
সাতক্ষীরা সীমান্তের শিকড়িতে আজ রোববার সন্ধ্যায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ ব্যক্তিরা মানবপাচারকারী। বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হন।
গুলিবিদ্ধ ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিয়াউল হক জিয়া (৩৫), সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের আবদুল আলিম (৩৫) ও একই উপজেলার কাশেমপুর গ্রামের আবদুস সালাম (৪২)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, আজ রোববার সন্ধ্যায় সাতক্ষীরা সীমান্তের শিকড়ি গ্রামের মাঠের মধ্যে একটি নির্মাণাধীন বাড়িতে কয়েকজন মানবপাচারকারী জড়ো হয়েছেন- এমন খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। টের পেয়ে মানবপাচারকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা জবাবে ১০টি গুলি চালায়। এতে তিন মানবপাচারকারী ও তিন কনস্টেবল গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি দেশি রিভলবার ও পাঁচটি গুলি জব্দ করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল আবদুল জব্বার, কামাল হোসেন ও জুবায়ের রহমান। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, মোরেলগঞ্জের জিয়াউল হক সাতক্ষীরায় বসে মানবপাচারকারী চক্র গড়ে তোলেন। তাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ছয়টি মামলা রয়েছে।
ওসি আরো জানান, মানবপাচারকারীরা সম্প্রতি ভারতে ২৮ জন বাংলাদেশিকে পাচার করে। পরে তাঁদের আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করে। মানবপাচারকারীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও অস্ত্র রাখার অভিযোগে মামলা হয়েছে।