নবীগঞ্জে বাসচাপায় কলেজছাত্র নিহত, বিক্ষোভ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাপায় এক কলেজ শিক্ষার্থী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আজ সোমবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মাহফুজুর রহমান। সে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মুহিবুর রহমানের ছেলে। সে রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ত।
নবীগঞ্জের শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক জানান, কলেজের একাদশ শ্রেণির বিদায়ী অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিল মাহফুজ। বড়গাঁও বাজারে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কলেজশিক্ষার্থী মাহফুজ অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। ওই গাড়িটি আবার তাঁর মাথার ওপর চাপা দিলে রাস্তার পাশে একটি ব্রিজের আঘাতে মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এদিকে মাহফুজের মৃত্যুর খবর কলেজে পৌঁছালে তাঁর সহপাঠীরা ঢাকা- সিলেট মহাসড়কে লাঠি নিয়ে ও টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে। এ খবর পেয়ে দূরপাল্লার যানবাহনগুলো ভাঙচুরের ভয়ে প্রায় দুই-তিন কিলোমিটার দূরে অবস্থান নেয়। মহাসড়কের দুইপাশেই যানচলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর যানবাহন চলাচল স্বাভাবিক করে। গুরুতর আহত সিএনজি অটোরিকশার চালক ছুটন মিয়াসহ পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।