ঝালকাঠিতে বিএনপির ২৩ নেতা-কর্মী জেল-হাজতে
গাড়ি পোড়ানো মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির ২৩ নেতা-কর্মীকে জেল-হাজতে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এস এম সোলায়মান তাঁদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী নাসিমুল হাসান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ জানুয়ারি রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব দপদপিয়া এলাকায় আবদুল্লাহ পরিবহন নামের একটি যাত্রীবাহীবাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাসের দুই যাত্রী অগ্নিদগ্ধ হন।
এ ঘটনায় নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম কামরুজ্জামান বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে একই থানার এসআই ফিরোজ আহম্মেদ ৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। অভিযোগপত্র গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সুবিদপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, উপজেলা যুবদল সভাপতি মো. মাসুম শরীফ, যুবদল নেতা দুলাল তালুকদার, আবদুল রব মল্লিক, শফিকুল হাওলাদার, অসীম খন্দকার, মো. রাসেল মল্লিক, মো. মাসুদ, লিটু জমাদ্দার, ছালাম রাঢ়ি, আবদুল খালেক খন্দকার, মামুন হাওলাদার, মো. হেমায়েত সিকদার, মো. সোহেল তালুকদার, নান্টু মল্লিক, মো. সোহেল সিকদার, মো. জয়নাল, ফেরকার বখতিয়ার, মাওলানা হেলালুউজ্জামান, মো. রুবেল, মো. নারিস উদ্দিন, আবদুল আউয়ালসহ ২৩ নেতা-কর্মী।