মানিকগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কৃত রমিজ উদ্দীন স্থানীয় এক সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টাও করেন ওই ছাত্রলীগ নেতা।
এ ঘটনায় দৈনিক যায়যায়দিন পত্রিকার মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সংবাদদাতা ও স্থানীয় সাপ্তাহিক গণচেতনার স্টাফ রিপোর্টার মো. মোবারক হোসেন জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার রাতে সিংগাইর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রমিজের নানা অপকর্মের সংবাদ পত্রিকায় প্রকাশ করায় শুক্রবার সন্ধ্যায় সিংগাইর পৌর বাজারে প্রকাশ্যে এই হত্যার হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী ওই সাংবাদিক জানিয়েছেন।
মোবারক হোসেন জানান, সম্প্রতি পৌর বাজারে ওই ছাত্রলীগ নেতা রমিজ উদ্দিন ২০টি অটোরিকশা ভাঙচুর ও চালকদের মারধর করেন। এ ঘটনায় থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর কয়েকদিন আগে সিগারেটের দাম চাওয়ায় এক দোকানিকে দুই দফা পিটিয়ে হাসপাতালে পাঠান ওই ছাত্রলীগ নেতা। রমিজ উদ্দিনের এসব ঘটনা ওই সাংবাদিক সংবাদপত্রে প্রকাশ করেন। এসব ঘটনা বেশকিছু জাতীয় ও স্থানীয় দৈনিকেও গুরুত্বসহকারে প্রকাশিত হয়। এতে রমিজ মোবারকের প্রতি ক্ষিপ্ত হন।
এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে মোবারক সিংগাইর বাজার থেকে হেঁটে পৌরসভার আঙ্গারিয়া মহল্লার বাসায় ফিরছিলেন। পথে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে মোবারককে পৌর কাউন্সিলর আবুল কাশেম ডাক দেন। সেখানে মোবারককে দেখেই রমিজ অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে উদ্যত হন। এ সময় থানা ছাত্রলীগের সভাপতি ইলিয়াছ হোসেন লিটন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলসহ উপস্থিত লোকজন রমিজকে নির্বৃত্ত করার চেষ্টা করেন। সবার বাধা উপেক্ষা করে রমিজ কয়েকবার তেড়ে যান মোবারকের দিকে। এ সময় রমিজ তাঁকে হত্যার হুমকি দেন বলেও জানান মোবারক।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ওই সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।